সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদসহ বাল্য বিয়ে প্রতিরোধ, ও মাদকদ্রব্যে অপব্যবহার রোধ কল্পে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কালাম আজাদ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোমিনুল ইসলাম, হেফজুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড. মোঃ এমরান হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মতিন, ক্বারী মাওলানা আবদুল বাসির।
ইসলামিক ফাউন্ডেশন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৫ শতাধিক মসজিদের ইমাম, খতিব ও আলেমরা অংশ নেন। এতে জঙ্গিবাদ, সন্ত্রাসসহ মাদক ও বাল্য বিয়ে রোধে ইমাম এবং আলেম সমাজের ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৫-১৭