আওয়ামী লীগের জনসভায় কেন্দ্রীয় নেতৃত্বের ‘দৃষ্টিসীমায়’ আসতে মনোনয়ন প্রত্যাশিদের তৎপরতা
আগামী জাতীয় নির্বাচনের এখনো অনেক সময় বাকি। নির্বাচনী সরকারের রূপরেখা নিয়ে বিএনপি’র দাবিকে সামনে রেখে কেমন রূপ নিবে আগামী জাতীয় নির্বাচন তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে ত্রিমাত্রিক আলোচনা। এমন আলোচনার মুখে ক্ষমতাসিন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি নেতারা চালিয়ে যাচ্ছেন নানামুখি তৎপরতা। তৎপরতার অংশ হিসেবে একেক মনোনয়ন প্রত্যাশি একেক কৌশলে কেন্দ্রীয় নেতৃত্বের ‘দৃষ্টিসীমায়’ আসতে চাচ্ছেন। এমনই তৎপরতা দেখা গেছে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে ঘিরে।
বিকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। পৌর পার্ক ছাড়িয়ে আগত নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়, বড়ইন্দারা মোড় এলাকার রাস্তায়। আগত কর্মী সমর্থকরা অনেকেই পড়েছিলেন, আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগের নেতাদের দেয়া গেঞ্জি।
এছাড়াও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে সভাস্থলে চোখে পড়ে মনোনয়ন প্রত্যাশি নেতাদের ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছবি সম্বলিত ব্যানার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তব্যেও আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই নৌকার প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামীলীগের শাসনামলে চাঁপাইনবাবগঞ্জের যে উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলেই হয়নি। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৭
বিকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। পৌর পার্ক ছাড়িয়ে আগত নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়, বড়ইন্দারা মোড় এলাকার রাস্তায়। আগত কর্মী সমর্থকরা অনেকেই পড়েছিলেন, আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগের নেতাদের দেয়া গেঞ্জি।
এছাড়াও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে সভাস্থলে চোখে পড়ে মনোনয়ন প্রত্যাশি নেতাদের ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছবি সম্বলিত ব্যানার।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তব্যেও আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই নৌকার প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামীলীগের শাসনামলে চাঁপাইনবাবগঞ্জের যে উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলেই হয়নি। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৭