জলবায়ু অর্থায়ন ও ব্যবহার নিয়ে সনাকের মানববন্ধন

জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপুরণ প্রদানের অঙ্গিকার বাস্তবায়নের দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধনে সমাজের নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সনাক আহবায়ক সেলিনা বেগম, এ্যাড. সাইফুল ইসলাম রেজা, কলেজ শিক্ষক উম্মে সালমা হ্যাপি, গোলাম ফারুক মিথুন।
সমাবেশে বক্তরা যুক্তরাস্ট্রসহ শিল্পোন্নত দেশ কর্তৃক প্রতিশ্রুত ক্ষতিপুরণ অঙ্গিকার পুরণের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৭