শিবগঞ্জে ফেনসিডিলসহ ট্রাক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ১ হাজার ৭শ ৫ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে অভিযান চালায়। এ সময় এরফান আলীর বাড়ির সামনে একটি ট্রাকে (টাঙ্গাইল ট ০২-০৭০৭) ফেনসিডিল বোঝাই করার সময় ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, হেলপার ও ফেনসিডিল ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৭শ ৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৬-০৪-১৭
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে অভিযান চালায়। এ সময় এরফান আলীর বাড়ির সামনে একটি ট্রাকে (টাঙ্গাইল ট ০২-০৭০৭) ফেনসিডিল বোঝাই করার সময় ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, হেলপার ও ফেনসিডিল ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৭শ ৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৬-০৪-১৭