শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে তিন জনের জেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারো বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত বাল্য বিয়ের দায়ে কনের মা, চাচা ও দাদাকে কারাদণ্ড দিয়েছে। ঘটনাটি ঘটেছে বিনোদপুর ইউনিয়ধীন জমিনপুর গ্রামে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, জমিনপুর ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের দুলালের ছেলে আতিকুল ইসলামের বাল্যবিয়ের আয়োজন হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত কনের মা মোসা. সেলিনা বেগমকে সাতদিন, কনের চাচা আহসান হাবিব ও দাদা আবদুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৩-১৭
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, জমিনপুর ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের দুলালের ছেলে আতিকুল ইসলামের বাল্যবিয়ের আয়োজন হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত কনের মা মোসা. সেলিনা বেগমকে সাতদিন, কনের চাচা আহসান হাবিব ও দাদা আবদুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৩-১৭