অস্ত্র আইনে এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদন্ড
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই আদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান, ২০০৯ সালের ৭ জুলাই র্যাব জোহরপুর বকরি পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবি’র সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি পিস্তুল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব । তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ওই এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের পাশের মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ৬টি ওয়ান শুটার গান ও ১০টি গুলি উদ্ধার করে। এঘটনায় র্যাব-৫ রাজশাহীর এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগষ্ট সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে সেলিমের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৩-১৭