নাচোলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের আমজোয়ান গ্রামে চোর সন্দেহে গুমানী (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত গুমানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের লালচান্দ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে আমজোয়ান গ্রামে একটি ইজি বাইকের তালা খোলার চেষ্টার সময় স্থানীয়রা গুমানীকে আটক করে প্রচ- মারধর করে। এতে সে মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রাই তাকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০ টায় সে মারা যায়।
নিহত গুমানীর আত্মীয়স্বজনের উদ্ধৃতি দিয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দীন জানান, গুমানী মানসিক প্রতিবন্ধি ছিল। ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-০৩-১৭

,