গোমস্তাপুরে হীমাগারের গ্যাস চেম্বার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলমপুরের নতুন করে নির্মাণ হওয়া হীমাগারে শুক্রবার গ্যাস চেম্বার বিস্ফোরণে কাউসার আলী (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।  নিহত কাউসার ভোলাহাট উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন কামাল জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের আলামপুরে নতুন করে নির্মাণ হওয়া চাঁপাই এগ্রো প্রডাক্ট লিমিটেড নামের একটি হীমাগারের মেশিনগুলো পরীক্ষামূলক চালানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে হীমাগার শ্রমিক কাউসার ও ফারুক গুরুত্বর আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান কাউসার। ফারুককে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফারুক খুলনার লবনছাড়া এলাকার আমীর আলী গাজির ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অহিদুল ইসলাম বলেন, ‘ নির্মাণ কাজের এক পর্যায়ে পরীক্ষামূলকভাবে হীমাগারটি চালু করা হচ্ছিল। অদক্ষতা বা অসাবধানতার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৩-১৭

,