পুলিশী বাধায় বিএনপি’র কালো পতাকা মিছিল হতে পারেনি
কেন্দ্রীয় কর্মসুচি ঘোষিত বিএনপি’র কালো পতাকা মিছিল বৃহস্পতিবার পুলিশীর বাধার কারণে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়ে পারেনি।
বিকেলে শহরের পাঠানপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল করার জন্য বিএনপি নেতাকর্মীরা জমায়েত হয়। এসময় ব্যাপক সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয় এলাকা ঘিরে রাখে। পুলিশ মিছিল করার অনুমতি না দিলে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, আব্দুল বারেক, পৌর ছাত্রদলের আহবায়ক মিম ফজলে আজিম। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পৌর কাউন্সিলর আহসান হাবিব, বিএনপি নেতা তাসেম আলী, আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের আহবায়ক সামিউল ইসলাম পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৭
বিকেলে শহরের পাঠানপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল করার জন্য বিএনপি নেতাকর্মীরা জমায়েত হয়। এসময় ব্যাপক সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয় এলাকা ঘিরে রাখে। পুলিশ মিছিল করার অনুমতি না দিলে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, আব্দুল বারেক, পৌর ছাত্রদলের আহবায়ক মিম ফজলে আজিম। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পৌর কাউন্সিলর আহসান হাবিব, বিএনপি নেতা তাসেম আলী, আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের আহবায়ক সামিউল ইসলাম পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৭