শিবগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের দক্ষিণ উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ আশতারুল (৩৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক আশতারুল পাকা ইউনিয়নের চরপাকা সেতারাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি নূরে আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিরে মঙ্গলবার বেলা তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০পিস ইয়াবাসহ আশতারুলকে আটক করে র‌্যাব সদস্যরা।
তিনি আরো জানান, আটক আশতারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০১-১৭



,