প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সনাকের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির (সনাক) মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার বিকালে সনাকের সহ-সভাপতি গৌরী চন্দ সিতু সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার (টিইও) শামীম আহমেদ খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) আলী হাসান, সনাকের সহ-সভাপতি গোলাম ফারুক।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাকের কার্যক্রম, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা, বিভিন্ন স্কুলে বন্ধ থাকা উপবৃত্তি চালুকরা, এস এমসি’র কার্যকারিতা বৃদ্ধি, ঝরে পড়া রোধ, নিয়মিত হোম ভিজিট, বিদ্যালয়ে মিড-ডে মিল চালুকরা, রশিদের মাধ্যমে পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি গ্রহণ, জেলার সকল উপজেলা শিক্ষা অফিসে তথ্য কর্মকর্তার নাম, পদবী ও যোগাযোগ সংক্রান্ত তথ্য প্রদর্শন, বিদ্যালয়ে নারী-পুরুষের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করা, দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৭