সদর থানার সামনে ট্রাক দূর্ঘটনায় শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সামনে মঙ্গলবার ট্রাক দূর্ঘটনায় শাহীন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শাহীন নওগাঁর সিরাজের ছেলে। তবে শাহীন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লায় স্বশুরবাড়ীতে থাকত।
প্রত্যক্ষদর্শীরা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, একটি পন্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৩৬৪৪) দরজায় ঝুলে ট্রান্সপোর্ট শ্রমিক শাহীন চলন্ত ট্রাকটিকে পথ দেখানোর সময় ট্রাকটি রাস্তার পাশের বৈদ্যূতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এ সময় ট্রাকের দরজায় ঝুলন্ত শাহীন আঘাতপ্রাপ্ত হয়ে নীচে পড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষনিক শাহীনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৭
প্রত্যক্ষদর্শীরা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, একটি পন্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৩৬৪৪) দরজায় ঝুলে ট্রান্সপোর্ট শ্রমিক শাহীন চলন্ত ট্রাকটিকে পথ দেখানোর সময় ট্রাকটি রাস্তার পাশের বৈদ্যূতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এ সময় ট্রাকের দরজায় ঝুলন্ত শাহীন আঘাতপ্রাপ্ত হয়ে নীচে পড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষনিক শাহীনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৭