শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বুধবার শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতেই জেলা পরিষদ নির্বাচন করা হয়েছে। তাই নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে’।
অনুষ্ঠানে নির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান তিনি।
গেলো ২৮ ডিসেম্বর তিন পার্বত্য জেলা ছাড়া বাকী ৬১ জেলা পরিষদে নির্বাচন হলেও পরে বগুড়া ও কুষ্টিয়ার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। আগামি ১৮ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এসব জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান।
এদিকে, অন্যান্য জেলা পরিষদের চেয়ারম্যানের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডলও শপথ বাক্য পাঠ করেন। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ্বের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৭
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতেই জেলা পরিষদ নির্বাচন করা হয়েছে। তাই নবনির্বাচিত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে’।
অনুষ্ঠানে নির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান তিনি।
গেলো ২৮ ডিসেম্বর তিন পার্বত্য জেলা ছাড়া বাকী ৬১ জেলা পরিষদে নির্বাচন হলেও পরে বগুড়া ও কুষ্টিয়ার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। আগামি ১৮ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এসব জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান।
এদিকে, অন্যান্য জেলা পরিষদের চেয়ারম্যানের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডলও শপথ বাক্য পাঠ করেন। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ্বের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৭