শ্রমিক নেতা সাইদুর রহমান গোমস্তাপুরে গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জামায়াত নেতা সাইদুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমান জানান, চৌডালার একটি বাড়িতে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করে। এসময় বৈঠকে থাকা আরো ৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং ওই বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়।
সাইদুরের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৭
গোমস্তাপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমান জানান, চৌডালার একটি বাড়িতে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করে। এসময় বৈঠকে থাকা আরো ৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং ওই বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়।
সাইদুরের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৭