এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশিদুল হাসান। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর সৈয়দ জাবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মকবুল হোসেন, কৃষি অনুষদের বিভাগীয় প্রধান ড. রেজাউল করিম, কৃষি অর্থনীতি অনুষদের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. গোলাম কিবরিয়া, আইন অনুষদের কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, ওরিয়েন্টেশনের কো-অর্ডিনেটর ও হটিকালচার অনুষদের সহকারী অধ্যাপক ড. মোসলেমা আক্তার মায়া। ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিচিত পর্ব বিভিন্ন অনুষদের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশিদুল হাসান বলেন, এ∙িম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদান করছে। এ বিশ্ববিদ্যালয় কখনোই উ্ন্নত শিক্ষার ব্যাপারে কোন পিছিয়ে যাবেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৭