চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে ৩ স্বর্ণ কিশোরীকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে জেলার ৩ স্বর্ণকিশোরীকে সংবর্ধনা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে গ্রীণ ভিউ স্কুল মাঠে এরফান গ্রুপের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমাস ইন্ডাট্রি’র সভাপতি এরফান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, গ্রীণ ভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, দেশ সেরা স্বর্ণ কিশোরী তাহমিনা হক এর বাবা নাজমুল হক, রাজশাহী বিভাগীয় সেরা স্বর্ণকিশোরী আতিয়া সানিজদা ঐশির বাবা আবদুল আওয়াল, জেলা সেরা স্বর্ণকিশোরী ফারিয়া পারভীন মেঘার বাবা এ্যাড. আবুল কাশেম।
এর আগে জেলা ঐতিহ্যবাহী গম্ভিরা গান অনুষ্ঠিত হয়। পরে আলোচনা শেষে দেশ সেরা স্বর্ণ কিশোরী তাহমিনা হক, রাজশাহী বিভাগীয় সেরা স্বর্ণকিশোরী আতিয়া সানিজদা ঐশী, জেলা সেরা স্বর্ণকিশোরী ফারিয়া পারভীন মেঘাকে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৭