বিজয় দিবস কারাতে প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের সাফল্য
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে (২৭-২৯/ডিসেম্বর) অনুষ্ঠিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা ২০১৬ এ চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৯টি তাম্র পদক লাভ করে জেলার জন্য সাফল্য বয়ে আনে। স্বর্ণ পদকপ্রাপ্তরা হলো- সায়মা জামান উর্মি, সাম্মি আকতার রিঙ্কি, মমিরুন খাতুন, সালমা খাতুন, আহসান হাবিব; রৌপ্য পদকপ্রাপ্তরা- চাঁদনি খাতুন; তাম্র পদক বিজয়ী- বৃষ্টি খাতুন, আশা খাতুন, সুজন আলী, জিহাদ হোসেন, তানজিল আহমেদ, সায়মা জামান উর্মি(গ্রুপ কাতা), আশা খাতুন(গ্রুপ কাতা), সবুজ আলী(গ্রুপ কাতা)। তাদের এ সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের এ সাফল্য অব্যাহত রাখার জন্য সব রকমের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করে বাবলুজ্জামান ও মাহমুবা জামান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০১-০১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০১-০১-১৭