পদ্মা’র দূর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৮ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা বেষ্টীত আলাতুলি ইউনিয়নের দূর্গম চরাঞ্চলে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভূক্ত ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গোপনে কেউ যেন নাশকতার পরিকল্পনা করতে না পারে, মাদকদ্রব্যসহ অন্যান্য বিষয়ে কেউ যেন চোরাচালান করতে না পারে সে জন্য এবং বিভিন্ন মামলার পলাতক আসামীদের ধরতে পুলিশ এ অভিযান শুরু করেছে।
অভিযানে বিভিন্ন মামলার ১৮ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোন জঙ্গি বা সন্ত্রাসী আস্তানার সন্ধান পায়নি পুলিশ। তবে দূর্গম চরাঞ্চলে এই সাঁড়াশি অভিযান অব্যহত থাকবে। সকালে ইউনিয়নের মধ্যচর, রানীনগর, কোদালকাঠি এলাকায় অভিযানটি শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ওয়ারেছ আলী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৭
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গোপনে কেউ যেন নাশকতার পরিকল্পনা করতে না পারে, মাদকদ্রব্যসহ অন্যান্য বিষয়ে কেউ যেন চোরাচালান করতে না পারে সে জন্য এবং বিভিন্ন মামলার পলাতক আসামীদের ধরতে পুলিশ এ অভিযান শুরু করেছে।
অভিযানে বিভিন্ন মামলার ১৮ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোন জঙ্গি বা সন্ত্রাসী আস্তানার সন্ধান পায়নি পুলিশ। তবে দূর্গম চরাঞ্চলে এই সাঁড়াশি অভিযান অব্যহত থাকবে। সকালে ইউনিয়নের মধ্যচর, রানীনগর, কোদালকাঠি এলাকায় অভিযানটি শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ওয়ারেছ আলী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৭