ভোলাহাটে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা যুবলীগের বর্ধিত সভা শুক্রবার বিকালে মেডিকেলমোড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলু। এ ছাড়াও উপজেলা যুবলীগের নেতাকর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায়, আগামী ১০ জানুয়ারি উপজেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে কাউন্সিলারদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৭-০১-১৭