জেলা পরিষদের সদস্য পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন যারা

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সমর্থিত প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল।
মইনুদ্দীন মন্ডল কেন্দ্রীয়ভাবে সমর্থন পেলেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে সমর্থন দেয়া হয়েছে ২০ জনকে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংরক্ষিত আসনের ১ নম্বর গ্রুপ ওয়ার্ডে ভোলাহাটের হোসনেআরা, ২ নম্বর গ্রুপ ওয়ার্ডে রহনপুরের হালিমা খাতুন, ৩ নম্বর গ্রুপ ওয়ার্ডে শিবগঞ্জের শিরিন খাতুন, ৪ নম্বর গ্রুপ ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের শান্তনা হক ও ৫ নম্বর গ্রুপ ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জ ইসলামপুরের কাজলেমা বেগম এবং সাধারণ সদস্য পদে হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে ভোলাহাটের সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে গোমস্তাপুরের ফজলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে গোমস্তাপুরের মোহাঃ জিল্লুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে গোমস্তাপুরের কবির আহম্মদ খান, ৫ নম্বর ওয়ার্ডে নাচোলের  মজিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে নাচোলের রয়েল বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ডে শিবগঞ্জের হারুন আর রশিদ, ৮ নম্বর ওয়ার্ডে শিবগঞ্জের গোলাম কিবরিয়া, ৯ নম্বর ওয়ার্ডে শিবগঞ্জের সিরাজ উদ্দৌলা, ১০ নম্বর ওয়ার্ডে শিবগঞ্জের মোস্তাকুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের আবুল বাসার, ১২ নম্বর ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের আরাফুল ইসলাম আজিজি, ১৩ নম্বর ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের সাদরুজ্জমান, ১৪ নম্বর ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের আশরাফুল হক ও ১৫ নম্বর ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলামকে সমর্থন জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৬