ভোলাহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মারা গেছেন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মৃত বাশির উদ্দিনের ছেলে আলহাজ্ব নুরুল ইসলাম ঢাকাস্থ ক্যান্টনমেন্ট সিএমএইচ সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধাবর সন্ধ্যা পৌনে ৭টায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় ঝাউবোনা ফুটবল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জসহ অন্যান্যরা। নামাজে জানাজায় সেনাবাহিনীর একটি ৪১জনের একটি প্রতিনিধি দলও অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০১-১২-১৬
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় ঝাউবোনা ফুটবল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জসহ অন্যান্যরা। নামাজে জানাজায় সেনাবাহিনীর একটি ৪১জনের একটি প্রতিনিধি দলও অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০১-১২-১৬