সড়ক দূর্ঘটনা রোধকল্পে গাড়ী চালকদের প্রশিক্ষণ সমাপ্ত

‘সাবধানে গাড়ী চালান,নিরাপদ থাকুন’-প্রতিপাদ্যে পেশাদার মোটরগাড়ী চালকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার ও বুধবার জেলা পরিষদ মিলনায়তনে ‘সড়ক দূর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’২০১৬-১৭ পরিচালনা করা হয়। দেশে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও হ্রাসকল্পে করণীয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মাল্টিমিডিয়া পদ্ধতিতে প্রশিক্ষণে ৫০ জন চালক অংশ নেন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আল ইমরান(এনডিসি),চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক(ইঞ্জি.) স্বদেশ কুমার দাস,মোটরযান পরিদর্শক ফযসাল হাসান, সহ. প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান সহ প্রশিক্ষকবৃন্দ। বুধবার বিকেলে শহরের আলীনগর উচ্চবিদ্যালয় মাঠে চালকদের ব্যবহারিক পরীক্ষাগ্রহণ শেষে সনদ প্রদান ও লাইসেন্স নবায়ন কর্মসূচী শুরুর মাধ্যমে প্রশিক্ষণের সমাপণী ঘটে। পর্যায়ক্রমে জেলার ভারী মোটরযান চালকদের এই প্রশিক্ষণ প্রদান কর্মসূচী অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ কর্র্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৬