শিবগঞ্জে ১৪ টি অবৈধ সীমসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীম কার্ড ও মোবাইল ফোন সেটসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে  শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও পারকানসাট গ্রামের মোশারফ হোসেনের ছেলে শাহাদৎ গোসেন (৩৪)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কানসাট বাজারের “মা ভিডিও এন্ড টেলিকম” এবং “বিশ্বাস টেলিকম” নামক মোবাইল ও সীমের দোকানে একজনের নামে নিবন্ধকৃত সীম অন্যজনের কাছে অবৈধভাবে বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় দু’জনকে আটক করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৪টি সিম কার্ড ও ২টি মোবাইল ফোনসহ আটককৃতরা  দীর্ঘদিন যাবৎ অবৈধ সীম কার্ড ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদের বুধবার আদালতে পাঠান হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৬

,