নাচোলে সোনালী ব্যাংকের সামনে থেকে আবারও মোটর সাইকেল চুরি অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনালী ব্যাংকের সামনে থেকে আবারো একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানাগেছে, বুধবার নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামের নূরনবী মাস্টারের ছেলে নুরুল ইসলাম (৩২) তার বাবার বেতন উঠানোর জন্য তার বাবাকে নিয়ে সোনালী ব্যাংক নাচোল শাখায় দুুপুর ১২টার দিকে আসেন। ব্যাংকের নিচে মোটর সাইকেল রেখে উপরে গিয়ে কাজ সেরে নিচে নেমে দেখেন তার লাল রংগের হিরো ডিলাক্স (চাঁপাইনবাবগঞ্জ-হ ১৩২১৭৭) মোটর সাইকেলটি নেই। আশেপাশে অনেক খোঁজাখুজির পর মোটর সাইকেলটি আর পাওয়া যায়নি। এব্যাপারে নাচোল থানায় একটি অভিযোগ করেছেন নুরুল ইসলাম।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ওই ব্যাংকের সামনে থেকে ৫/৬টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেননি। এমনকি ব্যাংকের বাহিরে কোন দারোয়ান বা সিসি টিভি ক্যামেরা বসাননি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৭-১২-১৬

,