নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত
‘রঙিন পৃথিবীর রঙিন আলো,সকল নারী থাকুক ভালো’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন নিমূলকরণে প্রচারাভিযান পক্ষ’১৬ (২৫নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে শহরের শহীদ সাটু হলের সামনে এ উপলক্ষ্যে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দূপর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের আয়োজনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(উপসচিব) আবু জাফর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার,শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম,জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারপারসন আ্যাড. ইয়াসমিন সুলতানা, ব্র্যাক ম্যানেজার শাহনুর সুলতান প্রমূখ। বক্তারা নারী নির্যাতন বন্ধে নারীর ক্ষমতায়ন ও উপার্জনের প্রতি জোর দেন। কর্মসূচীতে সরকারী বেসরকারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে জেলার ভোলাহাট উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শারমিন ইয়াসমিন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক সহকারী আঞ্জুয়ারা খাতুন, সহকারী শিক্ষক সেলিম রেজাসহ বিভিন্ন স্তরের নারী ও স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৬