জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন রয়েল বিশ্বাস
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড (নাচোল পৌরসভা, নাচোল সদর ও নেজামপুর ইউনিয়ন) সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাচোলের যুবলীগ নেতা রয়েল বিশ্বাস। তিনি জেলা আওয়ামী লীগের সমর্থনও লাভ করেছেন।
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান তার সঙ্গে ছিলেন। মনোনয়ন জমা দেয়ার পরপরই তিনি গণসংযোগে নেমে পড়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নাচোল উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান (মহিলাসহ) নাচোল পৌরসভা ও দুটি ইউনিয়নের মোট ৪১ জন জনপ্রতিনিধি ভোট দেবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০২-১২-১৬
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান তার সঙ্গে ছিলেন। মনোনয়ন জমা দেয়ার পরপরই তিনি গণসংযোগে নেমে পড়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নাচোল উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান (মহিলাসহ) নাচোল পৌরসভা ও দুটি ইউনিয়নের মোট ৪১ জন জনপ্রতিনিধি ভোট দেবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০২-১২-১৬