প্রবীণ ইস্যুতে নওগাঁয় অনুষ্ঠিত হল অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নওগাঁয় রোববার জেলা পরিষদ হলরুমে অংশগ্রহণমূলক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই কর্মশালার আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কারিগরী সহায়তায় আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সিভিল সোসাইটি সদস্য, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কমীসহ প্রায় ৬০জন অংশগ্রহণ করেন।
বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমানের সঞ্চালনায় ও নওগাঁ জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আতাউল হক সিদ্দিকী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ প্রতিনিধি বেলায়েত হোসেন, বিএসডিও’র জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ প্রমুখ। এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ হিতৈষী সংঘের সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য আলাউদ্দীন, সাংবাদিক মাসুদুর রহমান রতন, আক্কাস আলী, এমদাদুল হক দুলু, আজাদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মহাদেবপুর উপজেলা ওয়াকিং গ্রুপের আহবায়ক শওকত আলী, সাংস্কৃতিক দলের দলনেতা সারতি প্রমুখ।
কর্মশালায় বক্তারা প্রবীণ অধিকার সুরক্ষার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা, নওগাঁ/ ০৪-১২-১৬