জেলা পরিষদ নির্বাচনে বাতিল হল ৬ জনের মনোনয়নপত্র
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণের জন্য জমা দেয়া চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। শনি ও রবিবার মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাই-এ চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীর ৬ জনের মনোনয়নপত্র বৈধ হলেও সদস্য পদ প্রার্থীদের মধ্যে ৬ জনের মনোয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরমধ্যে সংরক্ষিত আসনের এক সদস্য প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, বাছাই-এ বাতিল হওয়া ৬ সদস্য প্রার্থী হচ্ছেন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে নুরজাহান, সাধারণ সদস্য পদে ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল হক, ৬ নম্বর ওয়ার্ডে মোসাদ্দেক হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মাইনুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল বারি, ১৫ নম্বর ওয়ার্ডে দুলাল।
নির্বাচনে ৫টি সংরক্ষিত আসনে মোট ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এখন রইলেন ১৫ জন। সাধারণ সদস্য পদের মোট ৬৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এখন রইলেন ৬০ জন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন টিপু, এ্যাড. আফসার আলী ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম বাচ্চু।
১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১২-১৬
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, বাছাই-এ বাতিল হওয়া ৬ সদস্য প্রার্থী হচ্ছেন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে নুরজাহান, সাধারণ সদস্য পদে ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল হক, ৬ নম্বর ওয়ার্ডে মোসাদ্দেক হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মাইনুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল বারি, ১৫ নম্বর ওয়ার্ডে দুলাল।
নির্বাচনে ৫টি সংরক্ষিত আসনে মোট ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এখন রইলেন ১৫ জন। সাধারণ সদস্য পদের মোট ৬৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এখন রইলেন ৬০ জন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন টিপু, এ্যাড. আফসার আলী ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম বাচ্চু।
১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১২-১৬