প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের স্মরণে সভা অনুষ্ঠিত

প্রয়াত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের স্মরণে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্মরণে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুনির হোসেন। সভার শুরুতে জেলা প্রশাসক মরহুম জাহিদুল ইসলামের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রয়াত জেলা প্রশাসকের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের পতœী রহিমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, জেলা প্রশাসকের সি.এ ইব্রাহীম।
সভায় মরহুম জাহিদুল ইসলামের পতœী রহিমা ইসলামের হাতে মন্ত্রী পরিষদ বিভাগের নেয়া শোক প্রস্তাবের কপি এবং একটি চেক প্রদান করা হয়। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/  নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-১৬