শেষ হল তৃণমূল পর্যায়ে কারাতে প্রতিভা অন্বেষণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে তৃণমূল পর্যায়ে ১৪ থেকে ১৬ বছর বয়সী কারাতে প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ কর্মসূচী-২০১৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, কারাত ফেডারেশনের আলমগীর হোসেন, বকুল হোসেন, উজ্জল মিয়া, গোলাম মর্তুজা মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বাবুল ইসলাম, শেখ আহসান হাবিব মিন্টু, মাহবুবা জামান, সাধারণ পরিষদ সদস্য মোজাম্মেল হক, জালাল উদ্দীন, সালামত হোসেন, আহসানুল হাসান, শফিকুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বাংলাদেশ ব্যাডমিন্টর ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং কারাতে কমিটির সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না। কোচের দায়িত্ব পালন  করেন জাতীয় কারাতে কোচ মোজাম্মেল হক মিলন। তাকে সহযোগিতা করেন স্থানীয় কোচ বাবলু জামান। এ প্রশিক্ষণে ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে কারাতেকার প্রশিক্ষণে অংশগ্রহণ করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০১-১১-১৬