শিবগঞ্জে ৭৮টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোনসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের ৪টি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ৭৮টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোনসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে রানাউল ইসলাম (২৭), একই এলাকার মহাজনপাড়ার আশরাফুল ইসলামের ছেলে রিপন আলী (২০), একই উপজেলার দৌলতপুর উপরটোলার আব্দুল মান্নানের ছেলে সজিব আলী (২০) ও নাচোল উপজেলার নারায়নপুর লুটাপুকুর গ্রামের মহির উদ্দিনের ছেলে রানা ইসলাম (২৩)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিবগঞ্জ বাজারের ‘মা টেলিকম’, ‘মায়ের দোয়া টেলিকম’, ‘খাজা বাবা টেলিকম’ ও ‘রাইট চয়েস টেলিকম’ দোকানে অভিযান চালানো হয়। পাশ্ববর্তী দেশ ভারত হতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা এ্যান্ড্রয়েড মোবাইল ফোন এনে মজুদ করেছে। পরে অভিযান চালিয়ে ৭৮টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ৪জনকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, উদ্ধাকৃত ৭৮ টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট আনুমানিক ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-১৬

,