জলবায়ু তহবিলের নায্য বন্টন ও ব্যবহার দাবীতে মানববন্ধন

জলবায়ু তহবিলের নায্য বন্টন ও ব্যবহার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ৭-১৮ নভেম্বর’১৬ তারিখে অনুষ্ঠিতব্য কপ-২২ মারাকাশ সম্মেলন উপলক্ষে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সনাকের সভাপতি সেলিনা বেগম, রাইহানুল ইসলাম লুনা, নয়মুল বারী।
সমাবেশে বক্তরা বলেন, জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র দাবির সাথে একমত পোষন করেন।  মানববন্ধনে সনাক সদস্য উম্মে সালমা হ্যাপি ১০ দফা দাবি তুলে ধরে টিআইবি’র অবস্থানপত্র পাঠ করেন। এ সময় মানবন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-১৬