গোবরাতলার ৪ ফসলী জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধের দাবিতে সংবাদিক সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় হরিরামপুর সেচ প্রকল্প বন্ধ করে এবং আম বাগানসহ ৪ ফসলী ২৫ একর জমির উপর বিজিবি ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছে স্থানীয় কৃষকরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটির আহবায়ক আব্দুল ওয়াহিদ আলী মোসলেহ। গোবরাতলা কৃষি ভূমি রক্ষা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব জসিম উদ্দিন, আবু বাক্কার, বদরুদ্দিন, আব্দুল জাব্বার, জুয়েল আলী, আবুল কাশেম, আসিকুজ্জামান, পালানু, আপেল।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোবরাতলা ইউনিয়নের ৭৫ বিঘা ৪ ফসলী কৃষি জমির উপর ৫৯ বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করছে কর্তৃপক্ষ। ওই এলাকার কৃষকরা জমির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। জমি অধিগ্রহণ করা হলে জমির ওপর নির্ভরশীল প্রায় ৫০টি কৃষক পরিবার পথে বসবে।
সম্মেলনে, কৃষি জমি নষ্ট না করে পতিত জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-১৬
সংবাদ সম্মেলনে বলা হয়, গোবরাতলা ইউনিয়নের ৭৫ বিঘা ৪ ফসলী কৃষি জমির উপর ৫৯ বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করছে কর্তৃপক্ষ। ওই এলাকার কৃষকরা জমির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। জমি অধিগ্রহণ করা হলে জমির ওপর নির্ভরশীল প্রায় ৫০টি কৃষক পরিবার পথে বসবে।
সম্মেলনে, কৃষি জমি নষ্ট না করে পতিত জমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-১৬