মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‘মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে আমাদের কর্তব্য’ শীর্ষক এক সেমিনার বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্ষুদ জাতিসত্তার জনগোষ্ঠির মধ্যে ভাষা এবং উন্নয়ন কর্মকান্ডে সহায়তাকারী এসআইএল ইন্টারন্যাশনাল’ বাংলাদেশ নামের একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এ সেমিনারের আয়োজন করে। এতে সদর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠি অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন প্রধান ও সহকারি শিক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন এসআইএল কর্মকর্তা জেনী মিলড্রেড ডি. ক্রুশ, আলপনা জয়ন্তী কুজুর, নিকোলাস মুরমু।
আলোচনায় বলা হয়, মাতৃভাষায় শিক্ষার সুযোগ না পাওয়ায় ক্ষুদ্র জাতিসত্তার শিশুরা নানা সমস্যার সম্মুখিন হচ্ছে। তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত হচ্ছে না। তাই এসব শিশুদের সাথে আন্তরিকভাবে যোগাযোগ রক্ষা করে শিক্ষা দিতে হবে। এছাড়া শিক্ষকদের এ বিষয়ে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান বলেন, ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব স্থানে জমি পাওয়া সাপেক্ষে বিদ্যালয় স্থাপনে সহায়তার আশ্বাস দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-১৬