চার মাস ধরে বেতন পাচ্ছেনা শিবগঞ্জের আইটি সেক্টরের টেশনিশিয়ানরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তথ্য প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করা ৪৮৭ টেকনিশিয়ান বিগত চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেনা। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে নিয়োজিত  কাজী রাসেল ইমন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহম্মেদ পলক উপজেলা টেকনিশিয়াদের রাজস্ব করার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরণ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না । তিনি উপজেলা টেকনিশিয়ানদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । উপজেলা টেকনিশিয়ান ঐক্য পরিষদের সহ-সভাপতি খায়রুল আলম জানান, ২০১৪ সালের ফেব্র“য়ারিতে ৪৮৭টি উপজেলায় একজন করে টেকনিশিয়ান নিয়োগ দেয়া হয়। চলতি বছরের ৩০ জুন তাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়। আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার চলতি বছরের ১ জুন উপজেলা টেকনিশিয়ানদের অব্যাহতভাবে দায়িত্বে সম্পৃক্ত রাখার জন্য স্থানীয় সরকার বিভাগে পত্র দেন। এর জবাবে স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখা একই বছরের ২৭ জুন আইনগতভাবে টেকনিশিয়ানদের বেতন-সম্মানী দেয়ার কোনো সুযোগ নেই বলে জানায়। ২৬ জুলাই জেলা প্রশাসক সম্মেলনেও উপজেলা টেকনিশিয়ানদের চাকরি স্থায়ীকরণে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হস্তান্তরিত শাখায় পদ সৃষ্টি করা আবশ্যক বলে প্রস্তাব করা হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। টেকনিশিয়ানদের চাকরি স্থায়ী করার আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৮৮টি উপজেলা টেকনিশিয়ান পদ সৃজনের জন্য ২০১৫ সালের ১০ নভেম্বর একটি নথি আইসিটি ডিভিশনে পাঠানো হয়। আইসিটি ডিভিশন বিষয়টি ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠায়। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংশোধনের জন্য আইসিটি ডিভিশনে ফেরত পাঠায়। এরপর থেকে আর বিষয়টির সুরাহা হয়নি। ফলে বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে উপজেলা পরিষদের ইন্টারনেট সেবাসহ তথ্য ও প্রযুক্তি খাতের কার্যক্রম ব্যহত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-১১-১৬