আমনুরায় আবারও ধরা পড়ল ইঞ্জিন থেকে তেল চুরি চক্রের দু’ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশনের ট্রেন ইঞ্জিন থেকে চুরি করা ৩৭০ লিটার ডিজেলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। আটক হওয়ারা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জনতাপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৬০) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে পিয়ারুল ইসলাম (৩৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের একটি দল বুধবার ভোররাতে আমনুরা জনতাপাড়া গ্রাম এলাকায় আজিজুলের একটি স্টোর ঘরে অভিযান চালায়। এসময় ৩৭০ লিটার ডিজেলসহ আজিজুল ও পিয়ারুলকে আটক করা হয়।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার এএসপি নুরে আলম জানান, আটক আজিজুল ও পিয়ারুল ট্রেনের ইঞ্চিন থেকে তেল চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-১৬