দূর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন শীর্ষক এ্যাডভোকেশী

চাঁপাইনবাবগঞ্জে দূর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন শীর্ষক জেলা পর্যায়ে এ্যাডভোকেশী সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে বেসরকারী সংস্থা উন্নয়ন সমন্বয়, জিবাস ও এসেডো’র যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসেডো এলসিএ’র সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, উন্নয়ন সমন্বয়ের গবেষণা কর্মকর্তা  জাহিদ রহমান, জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকু, জিবাস এলসিএ’র সভাপতি সাংবাদিক তসলিম উদ্দিনসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, সনাক সভাপতি সেলিনা বেগম, জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. ইয়াসমীন সুলতানা (রুমা), ডা. আব্দুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শষ্য গবেষণা কর্মকর্তা সামস ই তাবরিজ, জেলা মৎস্য কর্মকর্তা সামছুল আলম শাহ, চাঁপাইনবাবগঞ্জ উদ্যানত্তত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, এসেডো’র প্রকল্প কর্মকর্তা মোকতার হোসেনস।
বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি, পাঁকা, নারায়নপুর, দুর্লভপুর, চর উজিরপুরসহ অন্যান্য চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বর্তমানে কনসার্ণ ওয়াল্ড ওয়াইড এর আর্থিক সহায়তায় কয়েকটি বেসরকারী সংস্থা’র চরাঞ্চলে নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ও তুলে ধরা হয়। আগামীতে এসব চরাঞ্চলের মানুষদের সমস্যা সমাধানে করনীয় বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-১৬