বণিক সমিতি’র সভাপতি নির্বাচিত হলেন এরফান আলী

চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষাণা করা হয়েছে।
শনিবার দুপুরে বণিক সমিতি মিলনায়তনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাড. সোলায়মান বিশু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে এরফান গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী এরফান আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়। সহ সভাপতি হয়েছেন ব্যবসায়ী আব্দুল হান্নান হানু ও মনোয়ার হোসেন ডালিম। সমিতি’র বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সমিতি’র পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে আহসান হাবিব, কামরুল আরেফিন বুলু, মহসিন আলী, মাইনুল ইসলাম, রেজাউল করিম, শাহজাহান আলী, জামাল উদ্দীন, আব্দুল আওয়াল, শহীদুল ইসলাম শহীদ, মহসিন আলী, রুহুল হোদা, বাহরাম আলী, উজায়ের হোসেন, এম কোরাইশী মিলু, গোলাব হোসেন, ওবাইদুল ইসলাম, আব্দুল মালেক, কবিরুর রহমান খাঁন, এফ. কে. এম লুৎফর রহমান ফিরোজের নাম ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ব্্যবসায়ী, জনপ্রতিনিধিসহ নানান শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচিত সভাপতি এরফান আলী অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আগামী দিনে চেম্বারের সকল কাজে পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্যদের সাবির্ক সহযোগিতা কামনা করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৬