মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জে প্রস্তুতি সভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, ওসি (তদন্ত) সারোয়ার জাহান ও ১৬ ইউনিয়নের চেয়ারম্যানগণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উল্লেখ্য আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৭-১১-১৬

,