প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উন্নয়ন কর্মকান্ড প্রচার, জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধেী ভিডিও কনফারেন্স সংক্রান্ত ধারণা বিষয়ক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ নভেম্বর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
শিবগঞ্জ
সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বে) ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, পৌর মেয়র কারিবুল হক রাজিন, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, ওসি (তদন্ত) সারোয়ার জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড, জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী ভিডিও কনফারেন্স বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলী, রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ, উপজেলার ৮ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উলে¬খ্য আগামী ১২ নভেম্বর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের সাথে উন্নয়ন কর্মকান্ড প্রচার, জঙ্গিবাদ/সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স সংক্রান্ত ধারনা বিষয়ক প্রস্তুতিমূলক আলোচনা সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, থানা অফিসার ইনচার্জ মহসীন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, মুক্তিযোদ্ধা আফসার আলী, আলী, ইউপি চেয়ারম্যান-আব্দুল কাদের ও মশফিকুর রহমান তারা, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল আমিন ও চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী এস.এম মুঞ্জুর-এ মওলা, বিএমডিএ সহকারী প্রকৌশলী নিশিকান্ত প্রমানিক, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ার আব্দুল মালেকসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারী, উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ৪ ইউনিয়নের কাজী, বিভিন্ন মসজিদের ইমামগণ, এনজিও প্রধানগণ এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইউএনও শারমিন ইয়াসমিন আলোচনা সভায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটি জাকজমক পরিবেশের মধ্যদিয়ে ও অনুষ্ঠানের সার্বিকভাবে সকলের সহযোগিতা করার উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬