১ম বিভাগ ফুটবল লীগে জয়েন্ট ব্রাদার্সের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে জয়েন্ট ব্রাদার্স। তারা ৫-০ গোলে টিটো স্মৃতি সংসদকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আতিক, মাসুদ রানা, আহাদ, ফিকির (বড়), ফিকির (ছোট) ১টি করে গোল করে । খেলা পরিচালনা করেন শামীম; তাকে সহযোগিতা করেন বাদল ও আনিসুর। চতুর্থ রেফারি ওয়াহেদুল । আগামিকালের খেলায় অংশ গ্রহণ করবে আলোর দিশারী ও রংধনু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-১১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-১১-১৬