নাসিরনগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু পরিবার ও মন্দিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোল আদিবাসী একাডেমী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আদিবাসী মুক্তি মোর্চা কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু, জেলা হিন্দু বোদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, জেলা আদিবাসী মুক্তি মোর্চা কমিটির সভাপতি বিশ্বনাথ মাহাতো, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউলহক ডলার, আদিবাসী নেতা যতিন হেমরম, সহাদেব বর্মন, অশ্বনী কুমার বর্মণ, আদিবাসী ছাত্র নেতা রাজিব পাহান প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৮-১১-১৬

,