ভোলাহাটে জাতীয়তাবাদী বন্ধুদলের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দলটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেককাটা, আলোচনা সভা ও দোয়া-খায়ের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী বন্ধুদলের জেলা নেতা বি.এম রুবেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী বন্ধুদলের নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক কায়সার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিএনপি নেতা মোস্তাকিম আলী, মঈনুদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুর রহমান জুয়েল। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা বন্ধুদল নেতা এহসানুর আহমেদ রওশনের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মহিলাদলের নেত্রী শাহনাজ পারভিন, বিএনপি নেতা মহসিন আলী, রইসুদ্দিন, যুবনেতা মাইনুল ইসলাম, বুলেট, ছাত্রনেতা ফরহাদ হোসেন রানা, সাব্বির হোসেন, খাইরুল ইসলামসহ জেলা ও উপজেলা জাতীয়তাবাদী বন্ধুদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬