গণ-প্রৌকশল দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
বর্নাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘গণ প্রৌকশল দিবস’১৬ ও ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান। সমাবশে বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, পৌরসভার নির্বাহী প্রৌকশলী সাদিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জেলায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,বিভিন্ন প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত শিক্ষার্থী, আইডিইবি সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬