শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাষী পর্যায়ে ডাল, তেল, পেঁয়াজ ও জীব উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষনের সমাপনী হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মোঃ সাজদার রহমান। প্রশিক্ষন প্রদান ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ বেলাল উদ্দিন, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান। ২দিনব্যাপী প্রশিক্ষন কোর্সে মশুর, মাস কলায়, সরিষা, খেসাড়ী, পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষনের জন্য ১২০জন চাষীকে প্রশিক্ষন দেয়া হয়। সমাপনী দিনে প্রত্যেক কৃষককে একটি জীব সংরক্ষনকারী ড্রাম প্রদান করা হয়।
মাঠ দিবস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কালিগঞ্জ এলাকায় ২টি পৃথক মাঠ দিবস হয়েছে। মঙ্গলবার খামার যান্ত্রীকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ধান কাটা মেশিন রিপার যন্ত্রের মাঠ দিবস অনুষ্ঠিত হয় কালিগঞ্জ এলাকার কিরনগঞ্জ মাঠে। কিরণগঞ্জ মাঠ দিবসে সভাপতিত্ব করেন কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষক আব্দুর রাজ্জাক, সাদেক আলীসহ অন্যরা। অন্যদিকে একই এলাকার মালোপাড়ায় একটি আমবাগানে ৪ মাসব্যাপী সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট আই.এফ.এম.সি প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলে মাঠ দিবস হয়েছে। মালোপাড়া মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় ফজলুর রহমান। উভয় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মোঃ সাজদার রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান, রাজশাহী কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা তুষার কুমার সাহা, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। এসময় এলাকার একটি জমিতে রিপার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মোঃ সাজদার রহমান। ৪ মাসব্যাপী সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট আই.এফ.এম.সি প্রকল্পের আওতায় এলাকার ২৫টি পরিবারের ৫০ জন সদস্যকে সবতভিটায় সবজি চাষ, হাঁস-মুরগী পালন, গরু ও ছাগল পালন, উন্নত পদ্ধতিতে ধান চাষ, মাছ চাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-১১-১৬

,