ঝাড়ুর ভিতর ফেন্সিডিল

চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ড থেকে অভিনব কায়দায় ঝাড়ুর ভিতরে ফেন্সিডিল পাচারের সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে পলাশ(২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ দিকে ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে গাড়ীতে ওঠানোর মূহুর্তে ঝাড়ুর মধ্যে লুকানো ৬০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয় পলাশকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১০-১৬

,