সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম’র বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কাজী আব্দুল মতিন, শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক এজাবুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, ৯ম শ্রেনীর শিক্ষার্থী রুমিনা খাতুন, আব্দুল বাসির, জয়নুব খাতুন।
বক্তারা বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে বিদায়ী শিক্ষককে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৯-১০-১৬

,