শিবগঞ্জে কলাই ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলাইয়ের ক্ষেত থেকে আতারুল ইসলাম ভাদু (৪৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভাদু শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের মৃত কসর আলীর ছেলে। রোববার বেলা ১টার দিকে ভাদুর লাশ পুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভাদুকে স্থানীয় ফিল্ডের হাট থেকে বাড়ির দিকে যেতে দেখা যায়। কিন্তু সে বাড়ি যায়নি। সে কৃষিকাজ করতো। রোববার সকালে পার্শ্ববর্তী একটি কলাইয়ের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়ে থাকতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১০-১৬

,