ভোলাহাটে মৎসজীবিদের উপর সন্ত্রাসী হামলা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিলভাতিয়া মৎস্যচাষীদের উপর শনিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুরের চায়ের দোকানে বিলভাতিয়ার মৎসজীবিরা বসে থাকার সময় হঠাৎ হাসুয়া. ফার্সা ও লাঠি হাতে একদল দুস্কৃৃতিকারী অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয় ঐ গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে আলম (৪২), তার দু’ছেলে বুলু ও টুলু এবং স্থানীয় সাদেক (৪২)। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয় জনগন।
আহতদের অভিযোগ, বিলভাতিয়া জলমহল মালিক ওহিদুর রহমান সরকারের কাছে বাংলা ১৪২২ হতে ১৪২৪ বঙ্গাব্দ পর্যন্ত লিজ নিয়ে অদ্যাবধি ঐ জলমহলে মাছ চাষ অব্যাহত রেখেছে। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ আবুল কালামের সহযোগিরা এ হামলা চালিয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মহসীন আলীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩০-১০-১৬
হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুরের চায়ের দোকানে বিলভাতিয়ার মৎসজীবিরা বসে থাকার সময় হঠাৎ হাসুয়া. ফার্সা ও লাঠি হাতে একদল দুস্কৃৃতিকারী অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয় ঐ গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে আলম (৪২), তার দু’ছেলে বুলু ও টুলু এবং স্থানীয় সাদেক (৪২)। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয় জনগন।
আহতদের অভিযোগ, বিলভাতিয়া জলমহল মালিক ওহিদুর রহমান সরকারের কাছে বাংলা ১৪২২ হতে ১৪২৪ বঙ্গাব্দ পর্যন্ত লিজ নিয়ে অদ্যাবধি ঐ জলমহলে মাছ চাষ অব্যাহত রেখেছে। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ আবুল কালামের সহযোগিরা এ হামলা চালিয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মহসীন আলীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩০-১০-১৬