হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বিকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর।
সচেতন নাগরিক কমিটির সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম মনজুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, এ্যাড. সাইফুল ইসলাম রেজা। উদ্বোধন ঘোষনার আগে সদ্য প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  মেলা প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে।  মেলায় ৪২ টি ষ্টল বসেছে।
আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-১৬